নিহত জাহিদ চুয়াডাঙ্গা জেলা পুলিশে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
Published : 07 Nov 2023, 04:06 PM
পরিবারের সঙ্গে বান্দরবানে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান।
নিহত এসএম জাহিদ (৪৬) চুয়াডাঙ্গা জেলা পুলিশে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার দুই বোনসহ আরও তিন জন আহত হয়েছেন।
আগে ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল থানার ওসি ছিলেন পরিদর্শক জাহিদ। সদ্য বদলি হয়ে তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগ দিয়েছিলেন। তার স্ত্রী সৈয়দা রেশমা খানম পুলিশ পরিদর্শক হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত।
কুষ্টিয়া থেকে জাহিদ তার ছেলে, দুই বোন এবং তাদের পরিবার নিয়ে একটি মাইক্রোবাসে করে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শাহাদাত জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেলে আরোহীরা আহত হন।
"তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরিদর্শক জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)