ওই এলাকায় মাদক নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ভাষ্য।
Published : 25 May 2024, 04:43 PM
রাজধানীর মোহাম্মদপুরে জেনিভা ক্যাম্পে হাত বোমা বিস্ফোরণে এক শিশু দগ্ধ হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার পর ১২ বছর বয়সী রাসেল মিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীরে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রাসেলের ভাই আশিক মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেনিভা ক্যাম্পের আল বশির জামে মসজিদের সামনে হাত বোমা বিস্ফোরণে রাসেল দগ্ধ হন।
“এসময় ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল।”
ক্যাম্পের বাসিন্দা সালাম বলেন, মাদক নিয়ে জেনিভা ক্যাম্পে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় সম্পতি বেশ কয়েকটি মামলা হয়েছে, পুলিশ অনেককেই গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতের ঘটনাও এমন একটি।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, শুক্রবার রাতে দুইপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
“তবে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের কোনো খবর জানা নেই। তবে শিশুটি কীভাবে দগ্ধ হলো, সে ব্যাপারে আমরা কাজ করছি।”