বৌদ্ধদের শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত বলেও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
Published : 09 Oct 2024, 05:53 PM
দেশের তিন পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিয়ে কোনো ‘শঙ্কা নেই’ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
সেখানে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল। ওই সাক্ষাতে কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে তাদের কঠিন চীবর দান উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছিল।
ওই উৎসব নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, "বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান এটা যেন ভালোভাবে করতে পারে তারা, এজন্য আমাদের থেকে নিরাপত্তা বা কোনো সাহায্য সহযোগিতার দরকার হয় ওটার জন্য আমরা করব। আমি নিশ্চিত করেছি, খুব আনন্দঘন পরিবেশে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। পাহাড়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।”
পাহাড়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা হলে অ্যাকশন নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন পার্বত্য এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণ রেখেছে।”
দুর্গাপূজা ঘিরেও নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
পরে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উপাধ্যক্ষ বৌদ্ধানন্দ মৌহাত্রিও বলেন, “পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ সংবাদ সম্মেলন করে উৎসব পালন না করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে না জানিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া নিরাপত্তার আশ্বাসে এই দ্বিতীয় বৃহত্তম ধর্মী উৎসব যথাযথভাবে পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।