“এটি কোনো দুর্ঘটনা নয়, সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা,” বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
Published : 25 Oct 2024, 06:49 PM
ঢাকার মানিকনগরে সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্টে এক লাইন কর্মীর মৃত্যু ও আরও দুইজন আহত হওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, “এটি কোনো দুর্ঘটনা নয়, সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা। এর দায় ডিপিডিসি, কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়াতে পারে না।
“এ অবহেলার কারণে একজন মারা গেছে এবং দুজন গুরুতর আহত হয়েছে। এর সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এক তথ্যবিবরণীতে বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে আহতদের শারীরিক খোঁজ-খবর নেন উপদেষ্টা। সেখানে তিনি ঘটনাটিকে ‘দায়িত্বহীনতা’ বলে মন্তব্য করেন।
সোমবার সন্ধ্যায় ঢাকার মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎ লাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফোরম্যান মো. নবীর হোসেন মারা যান। আহত হন মাসুম মিয়া ও রবিউল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
নবীর হোসেন ডিপিডিসির মানিকনগর ডিভিশনের বাৎসরিক ঠিকাদার মেসার্স মুন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার বক্তব্যের বিষয়ে ডিপিডিসি ও ঠিকাদারি কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আহতদের দেখতে যাওয়ার আগে উপদেষ্টা ফাওজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদঘাটনের নির্দেশ দেন। সেখানে তিনি বলেন, “আমরা ক্ষমতা নিইনি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এটাকে আগের সরকারের মত ভাবলে হবে না।”
তিনি আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা বলেন। তাদের পরিচর্যার জন্য ডিপিডিসির পক্ষ থেকে সার্বক্ষণিক লোক নিয়োগের নির্দেশ দেন। কথা বলেন হতাহতদের স্বজনদের সঙ্গেও।
এছাড়া নিহত নবীর হোসেনের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতকে ২ লাখ ও আহত অপরজনকে ১ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন। তাদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দেন।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ উপস্থিত ছিলেন।