বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বাহিনীর ৭২ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়।
Published : 23 Dec 2024, 08:41 PM
ঢাকার পিলখানায় বিভিন্ন আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস’।
সোমবার দিবসের শুরুতে সকাল সাড়ে ৬টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এদিন রাষ্ট্রীয়ভাবে শোক থাকায় বিজিবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজিবি দিবসের অনুষ্ঠানে এক মিনিট পালন করা হয়। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর সদস্যদের পদক দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়।
এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবাসহ (পিবিজিএমএস) মোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৩৩ জনকে পদক পরিয়ে দেন। বিজিবি সদস্যদের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা ও পদক প্রদানের অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাগণ ছাড়াও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব (চলতি দায়িত্ব) নাসিম আহমেদ, তিন বাহিনী প্রধান, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কবৃন্দ এবং উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।