মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Published : 02 Nov 2024, 05:02 PM
ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি বহুতল ভবন থেকে মোবাইল চুরি করে নামার সময় বিদ্যুৎস্পর্শ নুর হোসেন নুরা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার একটি বাড়ির পঞ্চম তলার জানালা দিয়ে নামার সময় এ ঘটনা ঘটে।
২৩ বছর বয়সী নুর হোসেন ঢাকার লালবাগের আরএনডি রোডের বাসিন্দা বাবুর ছেলে। তিনি কামরাঙ্গীরচর ঝাউচর মসজিদ গলির একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের ভাষ্য, নুর নিয়মিত ছিনতাই ও চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
কামরাঙ্গীরচর থানার এসআই জাহিদ হাসান বলেন, “শনিবার ভোরে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের বাড়ির পঞ্চম তলার বারান্দার জানালা দিয়ে মোবাইল চুরি করে নামছিল সে। নামার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।