মামলাকারী চিকিৎসকই আসামির জামিনে অনাপত্তি জানান, তখন বিচারক জামিন মঞ্জুর করেন।
Published : 27 Jul 2023, 06:32 PM
ডেঙ্গু আক্রান্ত সন্তানকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে গিয়ে চিকিৎসকের সঙ্গে মারামারির পর গ্রেপ্তার ব্যক্তি জামিন পেয়েছেন।
হাবিবুর রহমান নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই মো. আব্দুল মান্নান।
অন্যদিকে আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মো. মোরাদুল আরিফিন মারুফ।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম জামিনে আপত্তি আছে কি না, তা মামলার বাদী মুগদা মেডিকেলের চিকিৎসক বনি আমিনের কাছে জানতে চান।
বাদী আপত্তি নেই জানালে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় আসামি হাবিবুরকে জামিন দেন বলে জানিয়েছেন আদালতে মুগদা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সেলিম খান।
হাবিবুর মুগদা হাসপাতালের কাছের এলাকা মানিকনগরের বাসিন্দা। তার সাত বছর বয়সী মেয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে বুধবার সকালে তাকে ভর্তি করাতে গিয়েছিলেন মুগদা মেডিকেলে।
চিকিৎসক বনি আমিন হাসপাতালে শয্যা খালি নেই জানালে তার সঙ্গে তর্কাতর্কির পর মারামারি বাঁধে হাবিবুরের। তখন পুলিশ এসে হাবিবুরকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে মামলা করেন ওই চিকিৎসক।
ডেঙ্গু রোগী ভর্তি নিয়ে মুগদা হাসপাতালে চিকিৎসকের সঙ্গে মারামারি, আটক ১