সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
Published : 18 Jul 2024, 12:22 PM
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খানিক বাদে পুলিশ এসে ধাওয়া দিয়ে তাদেরকে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেন।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিশ। তার পাল্টায় আন্দোলনকারীরা ধাওয়া দিলে পুলিশ গিয়ে পাশের কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আশ্রয় নেয়। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে; ঘটনার সময় তারা ইট-পাটকেল ছুঁড়ছিলেন।
পরে আন্দোলনকারীরা সেখান থেকে সরে এসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে অবস্থান নয়। তাদের এ কর্মসূচিতে এসে যোগ দিয়েছে অদূরের ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধ করার কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপির ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্ররা সড়ক অবরোধ করায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ আছে।