শিগগিরই পর্ষদ পুনর্গঠন করা হবে।
Published : 19 Dec 2024, 02:57 PM
স্থপতি মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘরের পর্ষদ সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তাকে পরিচয় করিয়ে দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এসময় তিনি বলেন, “জাদুঘরে আমাদের ইতিহাসটা সঠিকভাবে রক্ষিত নেই, কিছু ইতিহাস মাইনাস করা হয়েছে। এখন সব ইতিহাস সেখানে থাকবে।
“সেখানে অনেক বিখ্যাত সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবিগুলো সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এখন নজর দিতে হবে।”
ফারুকী বলেন, “আর্কাইভের রিজার্ভ কালেকশনগুলো সঠিকভাবে রাখা হয়নি। রিচার্স এখানে একদম হয় না, এদিকে নজর দিতে হবে, পাবলিকেশন বাড়াতে হবে।
“এমন একটা মিউজিয়াম হওয়া উচিত, সেখানে বাচ্চাদের, বড়দের সব রকম জিনিস থাকবে।"
জাদুঘরের নতুন সভাপতি মেরিনা তাবাসসুম বলেন, “এটা একটা বড় দায়িত্ব। আমাকে এটার জন্য যোগ্য মনে করেছেন, সেজন্য ধন্যবাদ।
“যেকোনো জাতির জন্য জাদুঘর গুরুত্বপূর্ণ। সবগুলো মিউজিয়াম আগে ঘুরে দেখতে চাই। এই কালেকশনকে প্রতিনিয়ত আপডেট করতে হয়, সংগ্রহ নিয়ে রিসার্চ করতে হয়, আলোচনা করতে হয়। এতোদিন সেগুলো করা হয়নি। সবার রিফেকলেশন সেখানে থাকতে হয়।”
জাতীয় জাদুঘরের পর্ষদ পুনর্গঠনের বিষয়ে উপদেষ্টা ফারুকী বলেন, “এই সপ্তাহের মধ্যে কমিটি পুনর্গঠন করা হবে।
“তিন মাস, ছয় মাস, বছরব্যাপি পরিকল্পনা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিও সেখানে স্থান পাবে।”