আহত চারজনের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত, বলছে ঢাকা উত্তর সিটি।
Published : 31 Oct 2024, 12:31 AM
ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পের সামনে থেকে বর্জ্য অপসারণের সময় ‘বোমা বিস্ফোরণে’ ডিএনসিসির চার কর্মী আহত হয়েছেন।
বুধবার সকালের ওই ঘটনায় আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন-মো. আলমগীর হোসেন, মো. ইয়াছিন,আসাদ মিয়া এবং সাইফুল ইসলাম।
এর আগে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেছিলেন, বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। ক্যাম্পের পাশে থাকা ময়লার স্তূপ সরানোর সময় সেখানে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিতভাবে আহতদের পরিচয় দিতে পারেননি তিনি।
পরে রাতে ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জেনিভা ক্যাম্পের সামনের ডাস্টবিন থেকে বর্জ্য অপসারণ করতে যান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। এসময় বোমার বিস্ফোরণ হলে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত।
রাতে আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও চিকিৎসার খোঁজ নেন।
এসময় সেখানে থাকা ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, করপোরেশনের পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেনিভা ক্যাম্প ভিত্তিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত দুই মাসে সেখানে চারজন নিহতও হয়েছেন।
ওই ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী অন্তত অর্ধশত অপরাধীকে গ্রেপ্তার করেছে গত কয়েক দিনে।