এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
Published : 31 Dec 2024, 11:32 AM
খ্রিষ্টীয় বছরের প্রথম দিন ঢাকার পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রবাদ এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, পাইপলাইন মেরামত কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।