ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগে রূপান্তরের সুপারিশও করবে আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন।
Published : 17 Dec 2024, 08:17 PM
শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্তি করার বিষয়টিকে ‘অযৌক্তিক’ মন্তব্য করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, এগুলো বিশেষায়িত বিভাগ; এগুলো ক্যাডার থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক মতবিনিময়সভায় তিনি বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষার জন্য আলাদা কমিশন করার পক্ষে মতামত তুলে ধরবে সংস্কার কমিশন।
সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সঙ্গে এই সভা হয়, যেখানে কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানও উপস্থিত ছিলেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “স্বাস্থ্য ও শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করছি, এগুলো ক্যাডারে রাখা যাবে না; অযৌক্তিক। যেমন একজন চোখের চিকিৎসক, একজন দাঁতের চিকিৎসক, আরেকজন জেনারেল ফিজিশিয়ান- পদোন্নতি কি তারা একসঙ্গে পাচ্ছেন? পাচ্ছেন না।
“সে জন্য আমরা বলেছি, এগুলো ক্যাডারে রাখা যাবে না। এটা আমাদের চিন্তা যে, এগুলোকে ক্যাডার করা অযৌক্তিক হয়েছে। এগুলো আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হোক, এটা বিশেষায়িত বিভাগ। এই দুই বিভাগ ছাড়া বাকি সবই ক্যাডার থাকতে পারবে। এখন আমরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করব।”
সংস্কার কমিশন বিগত সরকারের সময় কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ করার প্রক্রিয়ার পক্ষেও সুপারিশ করবে।
মোখলেস উর রহমান বলেন, “ফরিদপুর ও কুমিল্লা এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন দুটি জেলায় বিভাগ প্রতিষ্ঠার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
“এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে, আমরা ম্যাপ করে দিয়েছি।”
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশালের পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন পায়।
এরপর ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার আলোচনা শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়েই।