“এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত হয়ে নাগরিকদের সেবা দিতে হবে”, বলেন তিনি।
Published : 08 Dec 2024, 09:42 PM
নাগরিক সেবা নিতে এসে জনগণ যেন কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত হয়ে নাগরিকদের সেবা দিতে হবে।”
এর আগে নগর ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান এর ফটো গ্যালারি উদ্বোধন করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, “খাল, নদী, মাঠসহ যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।
“ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় দখল হয়ে যাওয়া খাল, নদী এবং ফুটপাত পুনরুদ্ধার করতে হবে। নগরবাসীর জন্য খেলার মাঠ ও পার্ক সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্নের নগরী নির্মাণ করতে হবে।”
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন।