’অননুমোদিত’ কাঁচা চামড়া কেনাবেচায় করায় ঢাকা দক্ষিণ সিটিতে ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Published : 18 Jun 2024, 09:37 PM
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে অনেকে পশু কোরবানি করেছেন। সন্ধ্যার আগে সেই বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আগের দিনের মত মঙ্গলবারও কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের তথ্য দিয়েছেন ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে ৪০০৯ টন বর্জ্য অপসারণ করেছে।
এর আগে ঢাকার দুই সিটিই ঈদের দিনের সব বর্জ্য সাফসুতরো করা হয়েছে বলে দাবি করেছে।
ঈদের দিন সোমবার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে ঢাকা উত্তরের সব ওয়ার্ড থেকে প্রায় ১০,৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়। ঢাকা দক্ষিণ বুধবার বেলা সোয়া ১২টায় সব বর্জ্য সরিয়ে নেওয়ার তথ্য দিয়েছে।
৭ মওসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেনে, ঈদের দ্বিতীয় দিনে ‘অননুমোদিত’ কাঁচা চামড়া কেনাবেচা করায় সাত ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে কাঁচা চামড়া কেনাবেচা করায় পাঁচজনকে ২১ হাজার টাকা জরিমানা করে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।
অপরদিকে জয়কালী মন্দির এলাকায় একই কারণে দুই ব্যবসায়ীকৈ ৬ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
কোরবানির পশুর বর্জ্য: ৬ ঘণ্টাতেই স্বস্তির খবর দিল ঢাকা উত্তর সিটি