আওয়ামী লীগ সরকার পতনের আগের চার দিনসহ গত দেড় মাসে কর্মস্থলে পাওয়া যায়নি এই সংখ্যক পুলিশ সদস্যকে।
Published : 17 Sep 2024, 10:24 PM
একটি বড় সংখ্যায় পুলিশ সদস্যের আত্মগোপন বা পলাতক থাকার গুঞ্জন নিয়ে কথা উঠলেও পুলিশ সদর দপ্তরের হিসাবে সংখ্যাটি ততটা বৃহৎ নয়; তারা বলছে এখন পর্যন্ত ১৮৭ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
আওয়ামী লীগ সরকার পতনের আগের চার দিনসহ গত দেড় মাসে কর্মস্থলে পাওয়া যায়নি এই সংখ্যক পুলিশ সদস্যকে।
ক্ষমতার পালাবদলের মধ্যে পুলিশের বিভিন্ন স্তরে রদবদল, অবসর ও গ্রেপ্তারের ঘটনার মধ্যে যারা কাজে ফেরেননি, তাদের বিষয়ে তথ্য দিল সদর দপ্তর।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, ১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ পুলিশের মোট ১৮৭ সদস্য কর্মস্থলে যোগ দেননি।
বার্তায় অনুপস্থিত সদস্যদের একটি তালিকা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, একজন ডিআইজি, সাতজন অতিরিক্ত ডিআইজি, দুজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচজন সহকারী পুলিশ সুপার, পাঁচজন পুলিশ পরিদর্শক, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, সাতজন নায়েক এবং ১৩৬ জন কনস্টেবল এই দেড় মাসে কাজে ফেরেননি।
কর্মস্থলে না ফেরার কারণ তুলে ধরে বার্তায় বলা হয়েছে, এই ১৮৭ জনের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জনের, কর্মস্থলে গরহাজির ৪৯ জনের, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত তিনজন ও অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
তালিকা অনুযায়ী যাচাই করলে যে একজন ডিআইজির অনুপস্থিতির কথা বলা হচ্ছে তিনি ঢাকা মহানগর পুলিশের আলোচিত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
সাত অতিরিক্ত ডিআইজির মধ্যে ডিএমপির বিপ্লব কুমার সরকার, এসএম মেহেদী হাসান ও প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন।
তবে অনুপস্থিত সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, প্রাথমিকভাবে বার্তায় কিছু বলেনি পুলিশ সদর দপ্তর।
তবে সদর দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, “প্রচলিত আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন।”
গণআন্দোলন ও সহিংসতার মধ্যে গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ
ছাড়ার পর থেকেই সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে হামলা হতে থাকে; ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানা।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এসব ঘটনায় নিহত হয়েছেন ৪৬ পুলিশ সদস্য। নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহতের ঘটনায় ক্ষোভ থেকে ৫ অগাস্টের পর কাজে যোগ দেননি পুলিশের অনেক নন-ক্যাডার সদস্য। পরে সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে সবাই কাজে ফিরলেও ১৮৭ জন সদস্য অনুপস্থিত থাকার বিষয়ে অবহিত করল পুলিশ সদর দপ্তর।
আরও পড়ুন
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী
আন্দোলনে সহিংসতা: পুলিশের ২৩৫ স্থাপনা ও ২৩৬টি যানবাহনে ভাঙচুর-আগুন