চাকরিতে যোগদানের জন্য তাদের দফায় দফায় চিঠি দিয়েও জবাব পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 28 Mar 2025, 12:01 AM
উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে না ফেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
ওই দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল ও অর্থনীতি বিভঅগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মন।
মোহাম্মদ সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুই শিক্ষক নির্ধারিত সময়ের পরে আর ফেরেননি। তাদের কর্মস্থলে যোগদানের জন্য দফায় দফায় চিঠি দেওয়া হলেও তারা সাড়া দেননি।
“সর্বশেষ তাদের এক মাসের মধ্যে যোগদান করতে চিঠি দেওয়া হয়। তাতেও সাড়া না মেলায় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এরপরও যোগদান না করায় সিন্ডিকেটের সভায় তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়।”
শান্তনু দেব বর্মন ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডায় যান পিএইচডি করতে। ২০২৩ সালের ৩ জানুয়ারি তার ছুটির মেয়াদ শেষ হয়। অপরদিকে রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই ছুটি নিয়ে পিএইচডি করতে কানাডা যান। তার ছুটির মেয়াদ শেষ হয়ে ২০২২ সালের ১৪ জুলাই।