টানা তৃতীয় বার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং।
Published : 23 Oct 2022, 11:11 PM
শি জিনপিং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে পুনরায় শীর্ষ নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এই সঙ্কটকালে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চীনা নেতার আরও কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেছেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কংগ্রেসে টানা তৃতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। এর মধ্যদিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্রটির শাসন ক্ষমতার কর্ণধারও তিনিই থাকলেন।
রোববারই প্রধানমন্ত্রী চীনের নেতাকে অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে তিনি লিখেছেন, “আপনার পুনঃনির্বাচন নিঃসন্দেহে আপনার দক্ষ নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির জন্য আপনার উপর চীনের জনগণের এবং সিপিসির আস্থা ও বিশ্বাসের উপযুক্ত স্বীকৃতি।”
শেখ হাসিনা বলেন, “আমি বিশ্বাস করি, আপনি এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও অবদান রাখবেন।”
চীনা প্রেসিডেন্ট শি ২০১২ সালে প্রথম সিপিসির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ার পর দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়ে চলছে, তা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা।
তিনি বলেন, “উদ্ভাবন, অর্থনৈতিক নীতি, জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন এবং বহুমাত্রিক সংস্কারের মাধ্যমে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে চীনকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনার সংকল্প ও নির্দেশনার প্রশংসা করি। উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি আপনার অব্যাহত সমর্থনের প্রশংসা করি।”
শেখ হাসিনা ২০১৬ সালের অক্টোবরে শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, সেটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের’ সফর হিসেবে চিহ্নিত হয়েছে।
২০১৯ সালে নিজের চীন সফর এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে দুই দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনা প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করতে চায় বাংলাদেশ।
চিঠিতে শেখ হাসিনা চীনের নেতা শি জিনপিংয়ের অব্যাহত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।