এর আগে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
Published : 06 Sep 2024, 07:16 PM
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানকে পদন্নোতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।
১৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সফিকুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রায় দুই বছর কাজ করেন। অতিরিক্ত সচিব থেকে পদন্নোতি দিয়ে তাকে শ্রম মন্ত্রণালয়ের সচিব করেছে সরকার। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করেন।
গণআন্দোলনে সরকার পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ২৭ অগাস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়। এর দশ দিন পর নতুন সচিব পেল শ্রম মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব খাইরুল ইসলাম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এস এম খাইরুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে বলেছে, “খাইরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যুগ্মসচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।”
তার নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।