নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছিল ইসি।
Published : 19 May 2024, 08:35 PM
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা হাই কোর্টের আদেশে ফিরে ফেলেন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন দুর্জয়।
তার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আক্তারুজ্জামানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
দুর্জয়ের পক্ষে এদিন শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী; তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আশরাফ আলী সুজন।
জামিল হোসেন দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে শুনানি করে দুর্জয়ের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।
ওইদিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গ করায় শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে কমিশন।
এরপর ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন দুর্জয়।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় শ্রীপুরসহ ১৬০ উপজেলার ভোট হবে মঙ্গলবার। দুর্জয় শ্রীপুরে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।
আরও পড়ুন-