স্কুল-২ পর্যায়ে ৫ হাজার ৩২৩ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৮৯০ জন এবং কলেজ পর্যায়ে ২২ হাজার ৬৫২ জন উত্তীর্ণ হয়েছেন।
Published : 14 Oct 2024, 08:35 PM
অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন মোট ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী; পাসের হার ২৪ শতাংশ।
বেসরকারি শিক্ষক নিয়োগের পরীক্ষার এই ফল সোমবার প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
তাতে স্কুল-২ পর্যায়ে ৫ হাজার ৩২৩ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৮৯০ জন এবং কলেজ পর্যায়ে ২২ হাজার ৬৫২ জন উত্তীর্ণ হয়েছেন।
নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর দিয়ে http://ntrca.teletalk.com.bd/result/ লিংকে ফল দেখা যাবে। উত্তীর্ণদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং এনটিআরসিএ- এর ওয়েবসাইটে জানানো হবে।
তিন পর্যায়ের মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী নিবন্ধন পরীক্ষার আবেদন করেন। এর মধ্যে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ পরীক্ষার্থী। পরে গত ১২ ও ১৩ জুলাই ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন লিখিত পরীক্ষায় বসেন, এর মধ্যে উৎরালেন ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।
এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। এই সনদধারীরাই বেসরকারি স্কুল কলেজে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করতে পারেন।
আগে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে ছিল। ২০১৫ সাল থেকে এনটিআরসিএকে নিবন্ধন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়।