বইমেলায় নারীদের ফ্রি স্যানিটারি প্যাড সরবরাহ করছে প্রকাশনা সংস্থা কেন্দ্রবিন্দু।
Published : 11 Feb 2023, 02:48 PM
অমর একুশে বইমেলার ৫৭৩ নম্বর স্টলে মিলছে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন; মেলায় আসা নারীদের প্রয়োজনে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা কেন্দ্রবিন্দু।
স্টলের সামনেই টাঙানো হয়েছে ফেস্টুন। সেখানে লেখা- “ফ্রি স্যানিটারি প্যাড সকল বোনদের জন্য। বই কিনুন বা না কিনুন, ইমার্জেন্সিতে চাইলেই হবে। সংকোচ না করে যোগাযোগ করুন।”
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুক্তমঞ্চের পূর্বপাশে ৫৭৩ নম্বর স্টল। সেখানকার এক কর্মী জানান, যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ কিংবা সরাসরি স্টলে গেলেই বিনামূল্যে তারা স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন।
জানতে চাইলে কেন্দ্রবিন্দুর প্রকাশক ওয়াহিদ তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋতুচক্র নারীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ সময়ে নারীদের সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সুযোগ করে দিয়েছে কেন্দ্রবিন্দু।
“কোনো রকমের শর্ত নেই এতে। নারীরা যেন নিঃসংকোচে এগিয়ে আসতে পারে সেজন্য সর্বদা সচেতন রয়েছি আমরা।”
মেলার মাঠে মাঠের এক কিলোমিটারের মধ্যে কোনো ফার্মেসি না থাকায় অনেক নারীকে সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি।
“একজন বোন চাইলেও কোনো সলিউশন পান না। তাই আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। যাতে করে আমাদের বোনেরা ইমার্জেন্সিতে বিপাকে না পড়েন।”
ব্যতিক্রমী উদ্যোগে কেমন সাড়া পাচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, “মেলার দশ দিনে আমরা ৫০ জনেরও বেশি বোনকে এ সেবা দিতে পেরেছি।”
এবারের বইমেলায় পাঁচটি নতুন বইয়ের মধ্যে চারটি ইতোমধ্যে প্রকাশ করেছে কেন্দ্রবিন্দু। প্রকাশনা সংস্থাটির মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি।