রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তায় এই অর্থ ব্যয় হবে।
Published : 15 Jun 2023, 07:00 PM
কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরকে প্রায় ২৯ লাখ ডলার দিচ্ছে জাপান সরকার।
এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকায় ইউএনএইচসিআর কার্যালয়ে সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভন ডার ক্ল এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের জন্য জাপানের এই সহায়তা কক্সবাজারে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং মাদুর, কম্বল ও সাবানের মতো জরুরি সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে।
আশ্রয়কেন্দ্র ও অবকাঠামো যেমন ড্রেন, সেতু, রাস্তা, সিঁড়ি, সুরক্ষা দেয়াল ও ঢাল সংস্কারের কাজেও ব্যয় হবে এই তহবিলের অর্থ।
ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভন ডার ক্ল বলেন, জাপানের এই সহায়তা এমন এক সময়ে এসেছে যখন সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এবং ঘূর্ণিঝড় মোখার আঘাতের পর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই তহবিল আরও ভালভাবে আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং ঝুঁকি কমাতে সহায়ক হবে।
ভাসানচরে জাপানের এই অর্থায়ন ইউএনএইচসিআরের কমিউনিটি ভিত্তিক প্রকল্প ও শরণার্থী সুরক্ষা কার্যক্রম, যেমন প্রতিবন্ধীদের সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।
এছাড়া জাপানের এই অর্থায়নে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জীবনমানের উন্নতি ঘটবে বলে প্রত্যাশা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন এবং রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে অগ্নি প্রতিরোধসহ শরণার্থীদের সুরক্ষাকে শক্তিশালী করবে এই অর্থ। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তাসহ টেকসই সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে জাপান। সেইসঙ্গে শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নয়নে ইউএনএইচসিআরের মত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাবে।”
২০১৭ সালের অগাস্টে কক্সবাজারে রোহিঙ্গাদের ঢল নামলে তখন থেকেই সহায়তা করে আসছে জাপান। ইউএনএইচসিআরসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওর মাধ্যমে শরণার্থীদের জন্য এখন পর্যন্ত ২০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে দেশটি।