উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ শতাংশ বলে জানান রিজওয়ানা হাসান।
Published : 04 Mar 2025, 08:09 PM
সারাদেশে বিশেষ করে গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
“গ্রামগঞ্জের মানুষের আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায় এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বাজারমূল্যের চেয়ে কমে সৌদি থেকে আসবে এলএনজি
সৌদি আরবের আরামকো থেকে এলএনজি আনা হবে বলেও জানান রিজওয়ানা।
তিনি বলেন, “আমরা দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আমদানি করছি। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে আরামকো বলে সবচেয়ে বড় একটি কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।”
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮%
রিজওয়ানা বলেন, এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
“বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। যেটা বেশ ভালো একটা হার।”
তিনি বলেন, এসময়ে ২০টি অধ্যাদেশ জারি, ২টি নীতিমালা অনুমোদন এবং ১১টি দ্বিপক্ষীয় বা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পণ্যের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ দিতে হবে
জনস্বাস্থ্য সুরক্ষায় মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাধ্যতামূলকভাবে দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, “আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশে খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন তারা জেনেই ওই খাদ্য গ্রহণ করেন।
“সিদ্ধান্ত হয়েছে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করব।”