“রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে যদি নতুন নতুন চিন্তা-ভাবনা হত এবং ধাপে ধাপে তা বাস্তবায়িত হত, তবে মানুষ প্রকৃত উন্নয়নের সুফল পেত,” বলেন তিনি।
Published : 09 Nov 2024, 07:33 PM
সামগ্রিকভাবে রাষ্ট্রের উন্নয়নে গবেষণায় জোর দেওয়ার কথা বলেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এর মধ্যে দিয়ে মানুষের ভাবনা বড় হবে জানিয়ে তিনি বলেছেন, “গোটা বিশ্বে উৎপাদনমুখিতা বেড়েছে। কৃষি ও শিল্পসহ সব ক্ষেত্র অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি যদি বিশ্বব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে নতুন নতুন চিন্তা-ভাবনা হত এবং ধাপে ধাপে তা বাস্তবায়িত হত, তবে মানুষ প্রকৃত উন্নয়নের সুফল পেত।”
পূর্বাচলে আমেরিকান সিটিতে শনিবার গ্রিন ইউনিভার্সিটিতে এক সম্মেলনে একথা বলেন বাংলা একাডেমির সভাপতি।
সম্মেলনে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “সম্মেলনের উদ্দেশ্য শুধু অ্যাকাডেমিক উৎকৃষ্টতা নয়, বরং আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও এখানে অপরিহার্য।
“আমাদের চ্যালেঞ্জগুলো আজ বৈশ্বিক। জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায়বিচার বা ডিজিটাল রূপান্তর নিয়ে যতই চিন্তা-ভাবনা করি না কেন, সেখানে কলা ও সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগুলো গুরুত্বপূর্ণ।”
সম্মেলনে উপস্থাপনের জন্য জমা পড়া ৪০৬টি গবেষণাপত্র থেকে বাছাই শেষে ৩০৬টি প্রবন্ধ নির্বাচন করা হয়। দুই দিনের সম্মেলনে ৬২টি সেশনে এ প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। সম্মেলন শেষ হবে রোববার।
উপ-উপাচার্য অধ্যাপক খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সম্মেলনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ সম্মেলনে বক্তব্য দেন।