প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা।
Published : 10 Oct 2024, 12:00 AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সমন্বয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা।
কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই পরিষদ কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটির সভা প্রয়োজ অনুসারে হবে। স্বাস্থ্য সেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
গত ১৭ অগাস্ট এক বিজ্ঞপ্তি দিয়ে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ দেবে বলে জানিয়েছিল।
গত ৫ অক্টোবর শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে সহায়তা দেবে।
গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা দেওয়ার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। গত ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা গ্রহণের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে সাধারণ সম্পাদক করা হয়েছে ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।