ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে SPBUTOTO নামের একটি পাতা দেখাচ্ছে।
Published : 25 Sep 2024, 07:12 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে।
বুধবার বিকালে সমিতির সদস্যরা ওয়েবসাইটটি খুলতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন।
http:scba.org.bd ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে SPBUTOTO নামের একটি পাতা দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাতা খুলছে না।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনকে জানালে তিনি তখনও তা অবগত নন জানিয়ে খবর নেওয়ার কথা বলেন।
তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানতে পরে আবার তাকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে ফোন করা হলে তিনিও রিসিভ করেননি।
সমিতির সদস্য মো. আসাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিও ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে একই সমস্যার সম্মুখীন হন। আরও কয়েকজন আইনজীবীও একই কথা বলেন।