অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং সরকারি ও ব্যাংকের অর্থ আত্মসাতের’ অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে দুদক এ পদক্ষেপ নিল।
Published : 09 Apr 2025, 12:52 AM
এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে দেশের ৬৩টি তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়।
‘অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং সরকারি ও ব্যাংকের অর্থ আত্মসাতের’ অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে দুদক এ পদক্ষেপ নিল।
কুতুবউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার স্ত্রী রাশিদা আহমেদ, ছেলে তানভীর আহমেদ এবং মেয়ে সুমাইয়া আহমেদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সকল সম্পদের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা প্রয়োজন।
ব্যাংকগুলোকে কুতুবউদ্দিন আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা যে কোনো ধরনের ব্যাংক হিসাব (সঞ্চয়, চলতি, মেয়াদি আমানত/এফডিআর, ঋণ হিসাব, লকার, ডিপিএস, সক্রিয়/নিষ্ক্রিয়/সুপ্ত) সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
এর মধ্যে রয়েছে—অ্যাকাউন্ট খোলার ফর্ম (সংযুক্ত দলিলসহ), হিসাব খোলার পর থেকে বর্তমান পর্যন্ত লেনদেনের বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র।
ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদকে চলতি বছরের শুরুতে বাংলাদেশে পূর্ব তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল।
গত ১৯ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম আনুষ্ঠানিকভাবে তার স্বীকৃতির চিঠি হস্তান্তর করেছিলেন।
বুয়েট থেকে পাস করার পর ১৯৮৪ সালে তৈরি পোশাক কারখানা দিয়ে ব্যবসায়িক অঙ্গনে পা রাখা কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত এনভয় গ্রুপের নানা খাতে বিনিয়োগ রয়েছে। এসব খাতের মধ্যে তৈরি পোশাক খাত ছাড়াও রয়েছে বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিক ইত্যাদি।
কুতুবউদ্দিন দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃৎ ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। অন্যদিকে শেলটেক ব্রোকারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ।
এনভয় গ্রুপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা।
কুতুবউদ্দিন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ছিলেন। ব্যবসায়ীদের সংগঠন মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিরও (এমসিসিআই) সভাপতি ছিলেন তিনি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি কুতুব উদ্দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এবং একসময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।