Published : 12 May 2024, 02:29 PM
এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি; শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৬৮টি।
গত বছর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি। আর ২ হাজার ৩৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
সে হিসেবে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার বেড়েছে ৬১৪টি, সব পরীক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩টি।
এবার ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী
এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।
সাল |
শতভাগ পাস (প্রতিষ্ঠান) |
শতভাগ ফেল (প্রতিষ্ঠান) |
২০২৪ |
২,৯৬৮ |
৫১ |
২০২৩ |
২,৩৫৪ |
৪৮ |
২০২২ |
২,৯৭৫ |
৫০ |
২০২১ |
৫,৪৯৪ |
১৮ |
১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, “কোনো শিক্ষার্থী পাস না করার পেছনে যদি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে, তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।”
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে।