“আমরা ভবনটি থেকে সাতজনকে উদ্ধার করেছি। এরমধ্যে একজন গুরুত আহত ছিলেন, তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।”
Published : 20 Dec 2024, 02:55 PM
ঢাকার উত্তরার শাহ মখদুম রোডে একটি রেস্তোরাঁয় লাগা আগুন প্রায় সোয়া তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ‘লাভ লীন বাংলা রেস্টুরেন্টে’ আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বেলা ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান।
তিনি বলেন, “আমরা ভবনটি থেকে সাতজনকে উদ্ধার করেছি। এরমধ্যে একজন গুরুত আহত ছিলেন, তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।”
তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের আরেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, “আগুনের খবর পেয়ে সকাল ১০ টা ৪৪ মিনিটে আমাদের প্রথম ইউনিট পৌঁছায়। পরে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ক্রমান্বয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।”
তিনি বলেন, পাঁচতলা ভবনের নিচতলায় লাভ লীন রেস্তোঁরায় আগুনের সূত্রপাত হলেও পরে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি কাচঘেরা হওয়ার কারণে ভবনে প্রচণ্ড ধোঁয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
“আগুন পুরোপুরি নির্বাপনের পর ভেতরে তল্লাশি করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।”
পুরনো খবর