তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
Published : 16 Jan 2025, 06:28 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবদুল্লাহ-আল-জাহিদকে পদোন্নতি দিয়ে মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে বসানো হয়েছে।
বৃহস্পতিবার দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।
আবদুল্লাহ-আল-জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর আইন শাস্ত্রে এলএলবি ও ব্যবসায় প্রশাসনে এমবিএ করেন তিনি।
দুর্নীতি প্রতিরোধে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন।