ছবি ও ভিডিও ভিকটিমের মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন হোটেল বয় ।
Published : 25 Sep 2024, 10:12 PM
ঢাকার মিরপুরে একটি আবাসিক হোটেলে ওঠা এক দম্পতির গোসলের দৃশ্য ধারণ করে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তরুণ ওই দম্পতি গত জুলাই মাসে মিরপুর-১ নম্বরের শাহ আলীবাগের নিউ সান হোটেলে উঠে ওই ঘটনার শিকার হন।
ওই হোটেলের কর্মী মোহাম্মদ আলী ওরফে মোহনকে মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করেছে মিরপুর থানার পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই তরিকুল ইসলাম জানান, ওই দম্পতির বিয়ে হয়েছে কিছুদিন আগে। ছেলেটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মেয়েটি এখনো পড়াশোনা করছেন।
তারা হোটেলে ওঠার পর হোটেল বয় ওই তরুণীর গোসলের দৃশ্য ধারণ করে তাদের কাছে টাকা দাবি করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেলে গোসল করার সময় ওই তরুণীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে ধারণ করেন হোটেল বয় মোহাম্মদ আলী। প্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও ভিকটিমের মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন তিনি।
টাকা না দিলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন মোহাম্মদ আলী। পরে ওই তরুণীর স্বামী গত ১৭ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
সেই মামলার তদন্তে নেমে ময়মনসিংহের মুক্তাগাছার বাড়ি থেকে মঙ্গলবার হোটেল বয় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। ছবি ও ভিডিও ধারণ করার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করেছে পুলিশ।