সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান গত সোমবার; দেশে ফেরেন বৃহস্পতিবার।
Published : 06 Mar 2025, 11:26 PM
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ পেয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নে, বিশেষ করে চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাপ্রধানকে এই পদক দেওয়া হয়।
গত সোমবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান সেনাপ্রধান। দেশে ফেরেন বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধানকে জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের (এফএসিএ) প্রধান জেনারেল মামাদু জেফরিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফউস্টিং আরখামে দাউরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সেনাপ্রধান।
সেনাপ্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানকার বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বাড়াতে সহায়তা করবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।