ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা ও শিশু সুরক্ষাসহ প্রায় ২০০ সূচকের ব্যাপারে তথ্য সংগ্রহ করবে বিবিএস।
Published : 11 Jun 2024, 06:55 PM
বাংলাদেশের নারী ও শিশুদের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে শুরু হচ্ছে 'মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস): রাউন্ড ৭’।
এ জরিপ নারী ও শিশুদের জন্য উপযোগী নীতিমালা তৈরি, পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি প্রণয়নে সহায়ক হবে বলে মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে এক অনুষ্ঠানে জানানো হয়।
ইউনিসেফের সহায়তায় এমআইসিএস ২০২৪-২৫ জরিপে নারী ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা ও শিশু সুরক্ষাসহ প্রায় ২০০ সূচকের ব্যাপারে তথ্য সংগ্রহ করবে বিবিএস। জরিপে নতুন কিছু বিষয় যেমন- রক্তে সীসার মাত্রা, ভারী ধাতুর মাত্রা, ‘মাইক্রোনিউট্রিয়েন্টের’ মাত্রা এবং রক্তশূন্যতা বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে।
গত তিন দশক ধরে এমআইসিএস জরিপ পরিচালিত হচ্ছে বাংলাদেশে। এবারের জরিপ পরিচালিত হবে চলতি বছরের জুন-জুলাই থেকে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারা দেশে এ জরিপ চালানো হবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ও তাদের আর্থসামাজিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করে আলাদা একটি প্রতিবেদন তৈরি করা হবে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জরিপ থেকে প্রাপ্ত মূল্যবান তথ্য-উপাত্ত বাংলাদেশের শিশু ও তাদের পরিবার প্রতিদিন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোর সময়োপযোগী সমাধানে আমাদের চেষ্টাকে সঠিক দিক নির্দেশনা দেবে।”
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, “জরিপটি দেশের শিশু এবং সুবিধাবঞ্চিত নারীদের চাহিদার বিষয়ে সঠিক তথ্য দেবে, যা দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
“এই জরিপের ফলাফল আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার তথ্যের ঘাটতি পূরণ করতে এবং সময়োপযোগী তথ্যের মাধ্যমে কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন সক্ষম করবে।”
জরিপ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিবিএসের ‘ডেমোগ্রাফি অ্যান্ড হেল্থ উইং’ পরিচালক মাসুদ আলম বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২০২৫) মূল্যায়নে এ জরিপের উপাত্ত ভূমিকা রাখবে।