নিপসমের পরিচালক শামিউল এবং আইপিএইচের পরিচালক শফিকুলকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।
Published : 22 Aug 2024, 06:48 PM
প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালকসহ চার কর্মকর্তাকে সরানো হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক করা হয়েছে। আরেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক করা হয়েছে।
আর নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম এবং আইপিএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। সেখান থেকে তাদের পদায়ন করা হবে।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদবদল হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা এ বি এম খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে মহাপরিচালক নিয়োগ দেয় সরকার।
তবে নতুন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীরসহ আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপিপন্থি চিকিৎসক-কর্মচারীরা।
এ দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। গত সোমবার ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সামনেই মহাপরিচালকসহ কর্মকর্তাদের হেনস্তা করেন তারা। এ কারণে নতুন মহাপরিচালক এখন পর্যন্ত অফিসে যেতে পারেননি।