“দরজা একটু ফাঁক করে কাগজটি নিতে গেলে লোকটি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চোখ-মুখে কিছু একটা স্প্রে করে।”
Published : 17 Apr 2025, 08:25 PM
রাজধানীর মগবাজারে বাসায় ঢুকে এক নারীর হাত, পা ও মুখে স্কচটেপ লাগিয়ে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ তোলা পরিবারের অভিযোগ, এক ব্যক্তি ‘উকিল নোটিস’ নিয়ে আসার কথা বলে ঘরে ঢুকে ওই নারীর মুখে রাসায়নিক জাতীয় কিছু ছুঁড়ে মারেন। তবে বাড়ি থেকে তেমন কিছু লুট হয়নি।
ভুক্তভোগীর স্বামীর নাম এ বি এম রাকিবুল হাসান। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক। স্ত্রীকে নিয়ে মগবাজারের আমবাগান এলাকায় ছয়তলা বাড়ির তিনতলায় থাকেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাকিবুল বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। দুপুর ১টার দিকে ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লাগানো। ভেতরে ঢুকে দেখেন মেঝেতে তার স্ত্রী অচেতন পড়ে আছেন। তার হাত, পা ও মুখে স্কচটেপ লাগানো; গলায় দাগ; নাক-মুখ থেকে রক্ত ঝরছিল।
রাকিবুল বলেন, প্রথমে তিনি স্ত্রীকে নিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তিনি স্ত্রীকে নিয়ে বাসায় ফেরেন।
স্ত্রীর দেওয়া বর্ণনার বরাতে রাকিবুল বলেন, “লোকটি কোর্ট থেকে এসেছেন বলে পরিচয় দেন। আমার স্ত্রী পরে আসতে বললে লোকটি বলেন, ‘আপনার স্বামীতো রাকিবুল হাসান, তার একটা উকিল নোটিস আছে, এটা নিতে হবে’।”
রাকিবুল বলেন, তার স্ত্রী দরজা একটু ফাঁক করে কাগজটি নিতে গেলে লোকটি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চোখ-মুখে ‘কিছু একটা’ স্প্রে করেন। এতে কিছুটা দুর্বল হয়ে পড়লে লোকটি তার স্ত্রীর হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে আটকে দেন।
“এরপর লোকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটার পাসওয়ার্ড চান। দিতে না চাইলে লোকটি পাসওয়ার্ডের জন্য তার গলা, ঘাড় ও হাতে-পায়ে পা দিয়ে আঘাত করে।”
রাকিবুল বলেন, “এক পর্যায়ে লোকটি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টা করলে তার নাক-মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তার গলায় ওড়নার দাগ পড়ে গেছে। এসময় লোকটি বলতে থাকে, ‘তোকে মেরে তোর স্বামীকে ফাঁসাব।’ এর মধ্যে একটি ফোন এলে লোকটি বাসা থেকে বেরিয়ে যায়।”
কে বা কারা এমনটা করতে পারে জানতে চাইলে রাকিবুল বলেন, “এ বিষয়ে আমরা এখনো কোনো ধারণা করতে পারছি না।”
বিষয়টি তিনি হাতিরঝিল থানাকে জানিয়েছেন।
হাতিরঝিল থানার ওসি রাজু আহমেদ বলেন, “প্রাথমিকভাবে আমরা ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ওই দম্পতি থানায় আসবেন বলে জানিয়েছেন।”