হামলার ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।
Published : 03 Feb 2025, 08:41 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, মশিউরকে কারাগার থেকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. হাসানুজ্জামান ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
“শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের অনুমতি দেন।”
গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকা মশিউরকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। ওইদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়।
এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।