দুর্ঘটনার সময়ে ‘পরিস্থান পরিবহন’ ও ‘প্রজাপতি পরিবহনের’ বাস দুটি যাত্রী তুলতে একে অন্যের মধ্যে প্রতিযোগিতা চালাচ্ছিল।
Published : 06 Aug 2023, 05:52 PM
ঢাকার মিরপুরে যাত্রী তোলা নিয়ে প্রতিযোগিতায় থাকা দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
রোববার সকালে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে মিরপুর মডেল থানার এএসআই রুহুল আমিন জানান।
নিহত ১৮ বছরের জিসান আহমেদ পরিস্থান পরিবহন বাসের হেলপার ছিলেন। জিসানের বাবা মনির হোসেন গাড়ি চালক; মনির হোসেনের দুই ছেলের মধ্যে জিসান বড়।
ঢাকায় মিরপুরের শ্যাওড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে জিসান থাকতেন; তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে।
জিসানের সহকর্মী আমজাদ হোসেন বলেন, “মিরপুর এক নম্বর সেকশনের রাস্তায় যাত্রী তোলার জন্য একই রুটের ‘পরিস্থান পরিবহন’ ও ‘প্রজাপতি পরিবহনের’ দুটি বাস প্রতিযোগিতা করছিল। এসময় দুই বাসের মাঝে চাপা পড়ে পরিস্থান পরিবহনের হেলপার জিসান গুরুতর আহত হয়।“
জিসানকে প্রথমে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন পতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখাকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে আমজাদ জানান।
বাস দুটি জব্দ করে দুই চালককে পুলিশ আটক করেছে বলে এএসআই রুহুল আমিন জানিয়েছেন।