১৯৭১ সালের ২৯ জুলাই ডাক বিভাগ প্রকাশিত বাংলাদেশের প্রথম আটটি স্মারক ডাকটিকেট এদিন আবার অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
Published : 16 Dec 2023, 06:42 PM
বিজয় দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে স্মারক ডাকটিকিটসহ অন্যান্য স্মারক অবমুক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ২৯ জুলাই ডাক বিভাগ প্রকাশিত বাংলাদেশের প্রথম আটটি স্মারক ডাকটিকেট এদিন আবার অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এসব ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।