রিংকুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
Published : 11 Mar 2025, 06:26 PM
ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানের কারণে দুই তরুণীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার গোলাম মোস্তাকীম রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার তাকে আদালতে তুলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। জামিনের আবেদন করেন আসামির আইনজীবীরা।
ডিসি প্রসিকিশনের পুলিশের এডিসি মাইনউদ্দিন বলেন, উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ। ফেইসবুকে একটি পোস্ট দিয়ে তাকে গ্রেপ্তারের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে রিংকুর ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হলে ঘণ্টা চারেক ধরে এ নিয়ে থানা-পুলিশ হয়।
ওই কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তৈরি হওয়া ৪০-৫০ জনের একটি 'মব' থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের 'দেন-দরবারে আপসের' পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
এর পরদিন মিরপুরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুই নারীর ওপর হামলার বিষয়ে আমি যতটুকু জানছি ওনারা না কি সিগারেট খাইতেছিল। ওই সময় কিছু লোক না কি নামাজ পড়তে যাইতেছিল। এসময় ওনারা (লোকেরা) বাঁধা দেওয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মারছে।
“তো আপনারা জানেন ওপেন জায়গায় সিগারেট খাওয়া কিন্তু নারী-পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এজন্য আমি অনুরোধ করব, ওপেন যেন কেউ সিগারেটটা না খায়। আর এখন যে রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। বাইরে যেন কেউ খাবারটা না খায় এ বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টাও কিন্তু রিকোয়েস্ট করছে। এটা যারা রোজা থাকতেছে তাদের জন্য একটা সম্মান প্রদর্শন করা।”
এই মন্তব্যকে ‘মবের উস্কানি’ আখ্যা দিয়ে ৩ মার্চ বিকেলে মানিক মিয়া এভিনিউতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ‘অবিলম্বে অপসারণ’ চেয়ে তার কুশপুতুল পুড়িয়েছে 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ'র ব্যানারে একদল শিক্ষার্থী।