এর আগে বৃহস্পতিবার ৩ জনকে রিমান্ডে নেওয়া হয়।
Published : 07 Apr 2023, 08:40 PM
ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও পুলিশের উপর হামলার ঘটনায় বংশাল থানার দুই মামলায় ৫ জনকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো পাঁচ আসামি হলেন- শওকত হোসেন, ইদ্রিস, খলিল, জাহাঙ্গীর ও আল-আমিন
এছাড়া দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, বেলায়েত হোসেন ও জসিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বংশাল থানায় পুলিশের করা মামলায় এ দিন বেলায়েত হোসেন, জসিম, জাহাঙ্গীর ও আল-আমিনের ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। আর ফায়ার সার্ভিসের করা মামলায় শওকত হোসেন, ইদ্রিস ও খলিলেরও ৩ দিনের রিমান্ড চাওয়া হয়।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
মঙ্গলবার ভোরে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস মিনিট দুইয়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেলেও বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।
ওইদিন বেলা সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিস সদরদপ্তরে উত্তেজিত জনতা ঢিল ছোড়ে এবং নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়। তাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী ও পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার বংশাল থানার এসআই মো. ইসরাফিল বাদী হয়ে নাম উল্লেখ না করে ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। সেদিনই তিনজনকে একদিনের রিমান্ডে নেওয়া হয়, যারা উৎসুক জনতা বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
আর শুক্রবার ফায়ার সার্ভিসের তরফে সংস্থার সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ৩০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।