“আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, এখান থেকে আরো উন্নত করতে হবে।”
Published : 15 Dec 2024, 07:07 PM
বিগত সরকারের অনুসারীরা দেশকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হচ্ছে।
রোববার সচিবালয়ে আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সজীব ভূঁইয়া সাংবাদিকদের একথা বলেন।
এই উপদেষ্টা বলেন, “গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশ কিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।”
গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে, জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উদযাপনে নিরাপত্তা, তাবলীগ জামাতের ইজতেমা, আইনশৃংখলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, এখান থেকে আরো উন্নত করতে হবে। সবাই যাতে ১৬ ডিসেম্বর ভালোভাবে উদযাপন করতে পারে এ ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা করতে হবে।”
ঢাকা শহরে সম্প্রতি চুরি ছিনতাই বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।”
ইজতেমা বিষয়ে তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে। এর আগের বার যেভাবে ইজতেমা হয়েছে এবার সেভাবেই হবে।