ফেইসবুক পেইজে শেয়ার করা নিউজে বেশ কয়েকজন মন্তব্যও করেছেন। রাশেদ মজুমদার নামের একজন লিখেছেন ‘আমার ওয়ালে এখন টাকার বিনিময়ে করা ভুয়া সংবাদ দেখাচ্ছে।’
Published : 21 Feb 2025, 10:35 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে প্রায় একই রকম দেখতে নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন প্রচার করা হচ্ছে।
ফেইসবুকে ছড়ানো ওই ভুয়া প্রতিবেদন অর্থ উপদেষ্টারও নজরে এসেছে। তিনি বলেছেন, ‘দেশবিরোধী একটি গোষ্ঠী’ এই ‘ভুয়া, মিথ্যে, বানোয়াট ও কাল্পনিক’ তথ্য ছড়াচ্ছে।
‘লিন্দ্রিয়া ম্যাকটিজিক’ (Leandrea Mctizic) নামের একটি ফেইসবুক পেইজ থেকে শেয়ার করা ওই ভুয়া প্রতিবেদনের পোস্টেও অবৈধভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই পোস্টে শেয়ার করা লিংকে গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত বানানো একটি ওয়েব পেইজ নিয়ে যায়। ওই পেইজের ইউআরএলে (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) লেখা রয়েছে ‘ডেনেভার-রুফিং ডটকম’ (denver-roofing.com)।
তবে denver-roofing.com ওয়েব সাইটে ঢুকতে চাইলে কোনো পেইজ আসে না।
‘লিন্দ্রিয়া ম্যাকটিজিক’ নামের ফেইসবুক পেইজে শেয়ার করা ভুয়া প্রতিবেদনটি লেখা হয়েছে ইংরেজিতে। যার শিরোনাম ‘Central Bank of Bangladesh sues Salehuddin Ahmed over statements he made on live television’।
ওই প্রতিবেদনের উপরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাস্টহেড ব্যবহার করা হলেও অন্যান্য নকশার অসামঞ্জস্য ধরা পড়ে সহজেই। টিকারে যে দুটি সংবাদের শিরোনাম দেখানো হচ্ছে, তাতে বোঝা যায় জালিয়াতি কাজটি করা হয়েছে বুধবার।
‘লিন্দ্রিয়া ম্যাকটিজিক’ ফেইসবুক পেইজের প্রোফাইল ফটোর দুটি লাইনে তিনটি ইংরেজি শব্দ লেখা রয়েছে। ওপরের লাইনে তুলনামূলক বড় হরফে লেখা রয়েছে ‘ব্লু’ (Blue)। নিচের লাইনে কিছুটা ছোট হরফে লেখা ‘লাইভ ইজি’ (Live Easy)।
ফেইসবুক পেইজটির কাভার ফটোতে কয়েকটি স্মার্ট মোবাইল ফোনের ছবি রয়েছে। সেখানে যোগাযোগের যে ফোন নম্বর দেওয়া রয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে চীনের ‘কান্ট্রি কোড’।
ফেইসবুক পেইজে শেয়ার করা পোস্টে বেশ কয়েকজন মন্তব্যও করেছেন। রাশেদ মজুমদার নামের একজন লিখেছেন ‘আমার ওয়ালে এখন টাকার বিনিময়ে করা ভুয়া সংবাদ দেখাচ্ছে।’
ডোমেইন সংক্রান্ত তথ্যের ওয়েবসাইট ‘হু ডট ইজ’ বলছে, denver-roofing.com ওয়েবসাইটের ডোমেইন নামটি ‘জিএমও ইন্টারনেট গ্রুপ’ নামের একটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। তবে বর্তমানে ওয়েবসাইটটিতে ‘ক্লায়েন্ট ট্রান্সফার’ বন্ধ রয়েছে।
ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হয়েছে ২০২৪ সালের ২৩ এপ্রিল। সবশেষ হালনাগাদ হয় গত বছরের ৩০ নভেম্বর। এর মেয়াদ রয়েছে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
ডোমেইনে তারা যে ফোন নম্বর ব্যবহার করেছে, তাতে জাপানের ‘কান্ট্রি কোড’ দেওয়া। ডোমেইনটির বর্তমান স্ট্যাটাস দেখায় “ইনঅ্যাক্টিভ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার করে নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে ভুয়া প্রতিবেদন প্রচারের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।”
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনিও ওই ‘ভুয়া’ প্রতিবেদন দেখেছেন এবং বিস্মিত হয়েছেন।
“এটা দেখে প্রথমে আমি বিস্মিত হয়েছি যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এরকম লিখতে পারে! পরে খোঁজ নিয়ে জানলাম এটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়। ভুয়া, মিথ্যে, বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে আমার নামে ভুয়া ডোমেইন ব্যবহার করে।
“সব দিক বিবেচনায় এরকম জঘন্য কাজ অপরাধ। আমি সংক্ষুব্ধ হয়েছি। অসৎ পন্থায় ইন্টারনেটের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। সরকার ও অর্থ মন্ত্রণালয়ের মত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে গোষ্ঠী ভুয়া তথ্য ছড়াচ্ছে, তারা বাংলাদেশের শত্রু। দেশ ও বিদেশে বাংলাদেশের মর্যাদা নষ্ট করতে এ গোষ্ঠীর অপতৎপরতা কখনোই সফল হবে না।"