পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে এএসআইসহ তিনজন রিমান্ডে

পথচারীকে ফাঁসানোর ভিডিও প্রচার হয়েছিল একাত্তর টেলিভিশনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2022, 11:24 AM
Updated : 8 Sept 2022, 11:24 AM

পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে মাহাবুবুল আলম নামে পল্লবী থানার এক এএসআইসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. রুবেল ও সোহেল রানা। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকেই আদালত বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক।

গত মঙ্গলবার ঢাকার খিলক্ষেত এলাকায় খলিলুর রহমান নামের একজন পথচারীকে ধরে নিয়ে যাচ্ছিলেন সাদা পোশাকে থাকা এএসআই মাহাবুবুলসহ কয়েকজন। ওই ঘটনার একটি ভিডিও পরে প্রচার করে একাত্তর টেলিভিশন।

তাতে দেখা যায়, এক সোর্সের কাছ থেকে ইয়াবার পোটলা নিয়ে পথচারী খলিলুরের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন এএসআই মাহাবুবুল। ভুক্তভোগী পথচারীকে মারধরও করতে দেখা যায় ওই ভিডিওতে।

টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর এএসআই মাহাবুবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগে এসআই মাহাবুবুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।