এসব সম্পত্তির বাজারমূল্য ৩৬৮ কোটি টাকা।
Published : 30 Jan 2025, 04:53 PM
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), তার পরিবার ও কোম্পানির নামে থাকা ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে-
• চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ডে দশমিক ১৬৩৭ একর জমি, বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা
• একই ওয়ার্ডে দশমিক ১৩৫০ জমি, বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা
• চট্টগ্রামের ১ নম্বর পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি, বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা
• একই ইউনিয়নে দশমিক ৯০ একর জমি, বাজারমূল্য ৩৭ লাখ ৪৮ হাজার টাকা
• একই ইউনিয়নে ১ দশমিক ২০ একর জমি, বাজারমূল্য ৬০ লাখ টাকা
এস আলম কোল্ড স্টিল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে-
• পটিয়া উপজেলায় ৬ শতক জমি, বাজারমূল্য ৩০ হাজার টাকা
• পটিয়ার শিকলবাহা ইউনিয়নে ৪০ শতক জমি; বাজারমূল্য ২১ লাখ টাকা
• একই এলাকায় ২৮ শতক জমি, বাজারমূল্য ১৪ লাখ টাকা
• একই এলাকায় সাড়ে ৪১ শতক জমি, বাজারমূল্য ২১ লাখ টাকা
• একই এলাকার ২৬ শতক জমি, বাজারমূল্য ১৩ লাখ টাকা
• একই এলাকার ৩২ শতক জমি, বাজারমূল্য ১৬ লাখ টাকা
• একই এলাকার ৮০ শতক জমি, বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা
• একই এলাকার ১৪ শতক জমি, বাজারমূল্য ৮০ হাজার টাকা
• একই এলাকার ৬ শতক জমি, বাজারমূল্য ৩০ হাজার টাকা
• একই এলাকার ১৮ দশমিক ৫০ শতক জমি, বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা
• একই এলাকার ৬ শতক জমি, বাজারমূল্য তিন লাখ টাকা
• একই এলাকার ১৫ শতক জমি, বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা
• একই এলাকার ৫৭ দশমিক ৫০ শতক জমি, বাজারমূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা
• একই এলাকার ১২ শতক জমি, বাজারমূল্য ৬০ হাজার টাকা
• একই এলাকার ৫ শতক জমি, বাজারমূল্য ১২ হাজার টাকা
নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে-
• এক দশমিক ৩৮৫০ একর জমি ও দুই হাজার বর্গফুটের সেমি পাকা ঘর, বাজারমূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা
• দুই একর জমি, বাজারমূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা
• ৩৬ দশমিক ৩৬ শতক জমি, বাজারমূল্য এক কোটি ২১ লাখ ১৯ হাজার টাকা
• ৩৪ দশমিক ৬৯ শতক জমি, বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা
• ১৮২ দশমিক ৪৪ শতক জমি, বাজারমূল্য ৬ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা
• ৩৮২ শতক জমি, বাজারমূল্য ১২ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকা
• ২১৮ শতক ৯১ শতক জমি, বাজারমূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা
ডেল্টা অয়েল লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে-
• ১২১ দশমিক ৫১ শতক জমি ও ১৫০০ বর্গফুটের পাকাঘর, বাজারমূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা
• ১৭ শতক জমি ও ৫০০ বর্গফুটের সেমিপাকা ঘর, বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা
• ৩৬ দশমিক ৫০ শতক জমি, বাজারমূল্য ৭৩ লাখ টাকা
• ১৬৩ দশমিক ৫২ শতক জমি, বাজারমূল্য ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা
সানম্যান টেক্সটাইল মিলসের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে-
• চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুরের ১৮৯ শতক জমি, বাজারমূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা
• ১৪৬ শতক জমি, বাজারমূল্য ২ লাখ ৩৭ হাজার টাকা
এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে-
• চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ৯৪৩ শতক জমি, বাজারমূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা
• একই এলাকার ৯৪৩ শতক জমি, বাজারমূল্য ৮২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা
• সাইফুল আলমের নামে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ৪৭০ শতক জমি, বাজারমূল্য ৫ লাখ টাকা
• সাইফুল আলমের নামে ঢাকার গুলশানে ১০ কাঠা জমি, বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা
• ঢাকার তেজতুরি বাজারে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্সের ৯০ দশমিক ৮৮ শতক জমি ও ৩০০০ বর্গফুটের একতলা দালান; বাজারমূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা
• ঢাকার ধানমন্ডিতে ব্লাইন্ড লিমিটেডের ১ বিঘা জমি
সবমিলিয়ে এসব সম্পত্তির বাজারমূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা দেখিয়েছে দুদক।
এর আগে গত ৭ অক্টোবর দুদকের আবেদনের শুনানি নিয়ে এস আলম ও তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্যরা হলেন- সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম; ছয় ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, ওসমান গণি ও মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। এছাড়া আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম ও মিশকাত আহমেদ নামের এক ব্যক্তি দেশত্যাগ করতে পারবেন না।