সফল অংশগ্রহণকারীদের ব্র্যাক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করবে সংস্থাটি।
Published : 19 Jan 2025, 09:58 PM
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ‘ব্রিজ রিটার্নশিপ’ নামে একটি উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এর মাধ্যমে পেশা ছাড়তে বাধ্য হওয়া নারীদের কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশে সহায়তা করা হবে।
ব্র্যাকের ছয় মাস মেয়াদি এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিক্ষা, পেশাগত উন্নয়ন, বিশেষজ্ঞ পরামর্শ পাবেন, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।
রোববার ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্রিজ রিটার্নশিপে’ সফল অংশগ্রহণকারীদের ব্র্যাক এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করবে সংস্থাটি।
ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনসের ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, “প্রতিভাবান নারীদের পেশাজীবনে নতুন করে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং এর মাধ্যমে সমাজ ও অন্যান্য ক্ষেত্রে তাদের ভূমিকা সৃষ্টি করতেই এই উদ্যোগ।”
‘ব্রিজ রিটার্নশিপে’ অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে প্রকল্পের তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত এবং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে ভূমিকা রাখতে পারবেন।
কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি ন্যূনতম এক বছর বিরতি থাকলে ‘ব্রিজ রিটার্নশিপে’ আবেদন করতে পারবেন অংশগ্রহণকারীরা। আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিস্তারিত জানা যাবে লিংকে।