“তিনি দেশের অর্থনীতির জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অনেকের জন্য মানা কঠিন ছিল।”
Published : 01 Mar 2025, 12:47 AM
বিএনপি দেশের অর্থনৈতিক সংস্কারে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ‘পদচিহ্ন অনুসরণ করবে’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি বলেন, “এম সাইফুর রহমান দেশের অর্থনীতির জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অনেকের জন্য মানা কঠিন ছিল।
“কিন্তু সেসব সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
খসরু মনে করেন, “তার সেসব সিদ্ধান্ত নতুন কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন ঘটায়, তাদের কাজের সুযোগ করে দেয়।”
সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান হয়। অর্থনীতিতে ‘অসামান্য অবদান’ রাখায় এবার এ সংবর্ধনা দেওয়া হয় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে।
সম্মাননা গ্রহণ করেন প্রয়াত অর্থমন্ত্রীর পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে এম সাইফুর রহমানের ওপর স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
আমীর খসরু বলেন, "সাইফুর রহমান দেশের ব্যাংকিং খাত ও বেসরকারি খাতের জন্যও বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।
“তার নীতি নিম্ন আয়ের ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখে। তিনি সবার জন্য কাজ করেছেন।"
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “দুর্বৃত্তায়ন হওয়ার পরও সাইফুর রহমানের মৌলিক সংস্কারের কারণে অর্থনীতি বেশ কিছুদূর টেনে নেওয়া গেছে।”
উপদেষ্টা বলেন, “তিনি যদিও অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। সাধারণত অ্যাকাউন্ট্যান্টরা ন্যারো স্কেলে কাজ করেন, কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম। তার মত মানুষ আমরা পেয়েছি, এজন্য আমাদের জাতি হিসেবে গর্ব করা উচিত।”
সাবেক এই অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার কারণ জানিয়ে সূচনা বক্তব্যে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, "আমাদের মনে হয়েছে, অনেক পরে হলেও এম সাইফুর রহমানকে স্মরণ করা দরকার। সংস্কারের যেসব উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেগুলো সামনে আনা দরকার।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান বক্তব্য রাখেন।