২০২০ সালেন ২৬ অক্টোবর রাতে মাদক বিক্রির খবরে মাজার গেইটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 16 Feb 2025, 04:44 PM
রাজধানীর শাহ আলী থানার মাজার গেইট থেকে পাঁচ বছর আগে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম রোববার এ রায় ঘোষণা করেন।
আসামি মো. কবিরকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
আদালতের বেঞ্চ সহকারী খায়রুল আলম বলেন, “কবির জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে তিনি আদালতে হাজির হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।”
মো. কবির পটুয়াখালী সদরের সারিকখালী গ্রামের মৃত জয়নালের ছেলে।২০২০ সালেন ২৬ অক্টোবর রাতে রাজধানীর শাহ আলী থানার মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সে সময় ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায় তার কাছে।
পরদিন শাহ আলী থানার এসআই আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৮ জানুয়ারি একই থানার এসআই জাবেদুল ইসলাম আদালতে অভিযোগ দাখিল করেন।
ওই বছরের ৯ নভেম্বর কবিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।