স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবু হানিফ বলেছেন, এখন ওই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তারা আইনগতভাবে দেখবেন।
Published : 03 Dec 2024, 09:29 PM
নারী সহকর্মীকে যৌন হয়রানির ঘটনার পর বদলির চার দিনের মাথায় ফের কর্মস্থলে ফেরা ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সলকে এবার সিলেটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
“ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সলকে সিলেটের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক পদে বদলি করা হল,” বলা হয়েছে প্রজ্ঞাপনে।
যৌন হয়রানির ঘটনা নিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবর প্রকাশের পর রাতেই চিকিৎসক ফয়সলের কর্মস্থল বদলের প্রজ্ঞাপন এলো।
গত ১১ নভেম্বর ৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ফয়সলের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন সহকর্মী এক নারী চিকিৎসক।
ওই অভিযোগের পর ১৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে চিকিৎসক মোহাম্মদ ওমর ফয়সলকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
তবে চার দিনের মাথায় ১৮ নভেম্বরে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ নভেম্বরের আদেশ বাতিল করে তাকে পুরনো পদ এবং কর্মস্থলে বহাল করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের আদেশটি বাতিল করে ওই চিকিৎসককে সিলেটে বদলি করা হয়েছে। এখন ওই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমরা আইনগতভাবে দেখব।”
সহকর্মীকে 'যৌন হয়রানি', বদলির ৪ দিনের মাথায় ফের কর্মস্থলে অভিযুক্