চলমান পরিস্থিতিতে গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার আশঙ্কার কথা বলা হয়েছে।
Published : 03 Jan 2025, 08:26 PM
চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেল ও সড়কপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)।
এরমধ্যে রেলপথে দুর্ঘটনা না ঘটলেও বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় চার জন নিহতসহ আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। এ ছাড়া আরো দুই জায়গায় দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুর্ঘটনায় হতাহতের খবরের মধ্যে শুক্রবার যানবাহন চলাচলে সতর্কতামূলক নির্দেশনা দিল বিআরটিএ। নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে চারটি নির্দেশনা দিয়ে মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিন তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ঘন কুয়াশার ফলে দৃষ্টিসীমা কমায় ট্রেন পরিচালনায় যুক্ত কর্মীদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্ক থাকতে হবে। এছাড়া রেললাইনে অকারণে যাতায়াত না করার নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।
চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কমার বিষয়টি তুলে ধরা তথ্য বিবরণীতে চলমান পরিস্থিতিতে গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার আশঙ্কার কথা বলা হয়েছে।
বিআরটিএ’র নির্দেশনায় বলা হয়েছে, কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীরগতিতে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।
কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ির হেডলাইট ‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরও বেশি ঘন করে বলে ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।
লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে বলা হয়েছে।
এছাড়া ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।
শুক্রবার দেশের ১৩ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে।