ঝুম বৃষ্টিতে ঢাকার বহু সড়ক পানিতে তলিয়ে গেছে, পানি জমেছে অলিগলিতেও।
Published : 03 Sep 2024, 11:28 AM
ভাদ্র মাসের সকালে তুমুল বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষের, সেই বৃষ্টি ডুবিয়েছে পথ-ঘাট।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা।
ঝুম বৃষ্টিতে ঢাকার বহু সড়ক পানিতে তলিয়ে গেছে, পানি জমেছে অলিগলিতেও।
সকালে ঢাকার মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, পল্লবী, বনানী, জিগাতলা, ধানমন্ডি ২৭ নম্বরসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পথে নেমে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
ওমর ফারুক বেলা ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আর ঢাকায় বৃষ্টি হবে না, পরে হয়ত হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দিকে এখন বেশি বৃষ্টি হবে।”
আবহাওয়ার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এছাড়া বান্দরবানে ২৫, বরিশালে ২৩, চট্টগ্রামে ২১ এবং চট্টগ্রামের আমবাগানে ২১ মিলিমিটারসহ দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।